শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে গতকাল গাইবান্ধায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিলো হাত ধোয়া প্রশিক্ষণ, সরকারি ও বে-সরকারি শিশু পরিবার সহ জন বহুল এলাকায় সাবান, গেঞ্জি, মাক্স, লিফলেট বিতরণ ও আলোচনা সভা ইত্যাদি।
এ উপলক্ষে জেলা প্রশাসক ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘উন্নত স্যানেটিশন নিশ্চত করি, করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি শীর্ষক’’ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাদেকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ রেজওয়ান আহম্মেদ, ম্যাজিষ্ট্রেট শাহীন দেলোওয়ার, সাংবাদিক মোঃ আবেদুর রহমান স্বপন, সাংবাদিক উজ্জল কুমার চক্রবর্তী, আরফিনা আখতার, মোঃ আব্দুস ছালাম, গোলাম মোস্তফা, আশরাফ আলী, আফতাব হোসেন প্রমুখ।