শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ^ তামাক মুক্ত দিবস উৎযাপন উপলক্ষে স্বাস্থ্য বিধি প্রতিপালন পূর্বক “তামাক কোম্পানির কুটচাল রুখে দাও, তামাক ও নিকোটিন থেকে তরুনদের বাঁচাও শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ মোঃ এবিএম আবু হানিফের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, বিএমএর সভাপতি ডাঃ মতিয়ার রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাসান আলী, চেম্বার অব কর্মাসের সভাপতি মোঃ মাকসুদুর রহমান শাহান, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রহমান স্বপন সহ অন্যান্য কর্মকর্তা গণ। জেলা প্রশাসক বলেন, সুস্থ জাতী গঠনে প্রতিটি পরিবার থেকে ধুমপানের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। ধুমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকী বর্তমানে করোনা ভাইরাসে বৈশি^ক মহামারি চলছে সেখানে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদেও কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার ঝুকি বেশি রয়েছে। তিনি বলেন, মাদক উন্নয়নের অগ্রযাত্রা বাধাগ্রস্থ করে। তিনি ব্যাপক গণসচেনতার বৃদ্ধির মাধ্যমে তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।