শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে গাইবান্ধা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে এই চেক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ফজলুল হকের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মেঃ কামরুল হাসান সরকার ও সমাজসেবা কর্মকর্তা (রেজিঃ) মোঃ মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
উল্লেখ্য, জেলার সাত উপজেলার ৩২২ জন রোগীর প্রত্যেককে এককালীন ৫০ হাজার টাকা করে ১ কোটি ৬১ লক্ষ টাকার এই চেক বিতরণ করা হবে। যা পর্যায়ক্রমে বিতরণ করবে সংশ্লিষ্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তারা। এই টাকা দিয়ে গরীব, দুস্থ ও অসহায়রা এসব দূরারোগ্য ব্যাধির প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা হিসেবে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদেরকে ২০১৩-১৪ অর্থ বছর থেকে এই চেক বিতরণ কর্মসূচি শুরু করে সমাজসেবা অধিদপ্তর।