সোমবার, ২৯ মে ২০২৩, ০২:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের বিনামূল্যে আমনের চারা সারসহ সকল কৃষি উপকরণ সরবরাহ, বিনা সুদে আর্থিক প্রণোদানা ও সরকারিভাবে গোখাদ্য সরবরাহের দাবিতে গতকাল সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা কমিটির উদ্যোগে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বাসদ সমন্বয়ক এবং কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম রব্বানী, সদর উপজেলার কৃষক ফ্রন্টের সাধারণ সম্পাদক সুকুমার চন্দ্র মোদক, জেলা ফোরাম সদস্য পরিতোষ চন্দ্র সরকার, নুরুন্নবী সরকার, মোখলেছ, আব্দুল খালেক প্রমুখ।