সোমবার, ২৩ মে ২০২২, ০৮:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে অনেক সেচ পাম্প এখনও চালু হতে না পারার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গতকাল বৃহস্পতিবার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উদ্যোগে গাইবান্ধা নাট্য সংস্থা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক মিলন কান্তি, মাসুদুর রহমান মাসুদ, মোকছেদুর রহমান, মাহাবুর রহমান সুমন, আবু বকর সিদ্দিক প্রমুখ।