বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতি বন্ধ করে প্রকৃত বিল গ্রহণ করে সেচ পাম্প চালুর দাবিসহ আন্দোলনকারী নেতা এবং সেচ পাম্প মালিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে নাট্য সংস্থার সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর আমিনুল ইসলাম গোলাপ, সংগঠনের উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাম্যবাদী আন্দোলনের সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি অ্যাডঃ মোস্তফা মনিরুজ্জামান, সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমান, দেবল কুমার, মাহবুর রহমান সুমন, মোকছেদুর রহমান, মাহবুর রহমান প্রমুখ।