সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিদ্যুৎ বিভাগের সীমাহীন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা কার্যালয়ে এক বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে বর্ধিত কর্মীসভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ।
কর্মীসভায় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, বিদ্যুৎ গ্রাহক সেচপাম্প মালিক সমিতি জেলা সাধারণ সম্পাদক আনাউর রহমান, দেবল কুমার, মাহবুবর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কালাম আজাদ, মাহবুব রহমান, মোকছেদ আলী, আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, সুবল কুমার, বাবলু মিয়া, মোস্তফা মিয়া, আব্দুল কাদের, আফরোজা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগ অতিরিক্ত বিল সংশোধনের তালবাহানা করে বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে যেসমস্ত মামলা দেয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং যে সমস্ত বন্ধ সেচপাম্পের বিল সংশোধনের জন্য আবেদন করা রয়েছে তা সংশোধন করার দাবি জানান।