সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর ও পলাশবাড়ীতে অনুমোদনহীন ও স্কুল ঘেষে গড়ে ওঠা অবৈধ্য ইট ভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যান আদালত। এ সময় ৩টি ইট ভাটা গুড়িয়ে দেওয়াসহ মালিকের কাছে ১৪ লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাটের একবারপুর, কুঞ্জমহিপুর ও পলাশবাড়ী উপজেলার এলাকার বিষ্ণুপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন, রংপুর পরিবেশ অধিদপ্তরের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন ও সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ তাইফুর রহমান। এসময় ফায়ার সার্ভিস কর্মীসহ থানা পুলিশ অভিযানে অংশ নেয়। অভিযানে পলাশবাড়ী উপজেলার বিষ্ণুপুর এলাকার এম,এম জেড বিক্সের মালিক মোহাম্মদ আলীর নিকট ৭ লাখ ও সাদুল্লাপুরের কুঞ্জমহিপুর এস,আর বিক্সের মালিক শাহিন মিয়ার নিকট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। তবে, অভিযান টের পেয়ে ধাপেরহাট একবারপুরের এম,আই,বি ইট ভাটা মালিক সটকে পরায় জরিমানা করা সম্ভব হয়নি।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাইফুর রহমান বলেন, অবৈধ্যভাবে গড়ে ওঠা ৩টি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভাটা তিনটিতে ফায়ার সার্ভিসের কর্মীর সহায়তায় এবং ব্লুডডোজার দিয়ে প্রস্তুত করা ইট, ইট তৈরির সরঞ্জাম ও আগুনের চুলা ভেঙ্গে ফেলা হয়। পরে ভ্রাম্যমান আদালতে অবৈধ্য ভাবে ইটভাটা পরিচালনার দায়ে দুই ভাটা মালিকের ৭ লাখ টাকা করে ১৪ লাখ টাকা জরিমানা করেন। অপর ভাটা মালিক অভিযান টের পেয়ে পালিয়ে যাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি। তবে তার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর নিয়মিত মামলা করবেন বলে জানান।