বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা সদর হাসপাতাল সড়ক, হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের প্রবেশ গেট, ড্রেন ও বাগানসহ আশেপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। গতকাল সেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আল মাহামুদ আলম।
কর্মসূচিতে অংশ নেন সৈয়দ ইসমে আজম প্রসন্ন, সৌন বিনতে হামদ, মাশরুকা ইসলাম রিয়া, নিশাদ বাবু, নাজমুল ইসলাম নিশাদ প্রমুখ। কর্মসূচি চলাকালে হাসপাতালের সামনে ওষুধ ও মুদি ব্যবসায়ীদের যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে সচেতন করা হয় এবং সংগৃহীত ৩১ ব্যাগ ময়লা-আবর্জনা হাসপাতালের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা হয়।