সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১০:১২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলা আ’লীগের উপদেষ্টা ও ফজলুপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লাল মিয়া সরকার হত্যাকান্ডে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে ফুলছড়ি উপজেলাবাসির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ফজলুপুর ইউনিয়নের শতাধিক বিক্ষুব্ধ নারী-পুরুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম সেলিম পারভেজ, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আমিনুল ইসলাম গোলাপ, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খন্দকার আহাদ আহমেদ, সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য মাসুদুর রহমান মাসুদ, ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এইচএম আশিকুর রহমান রকি, ফজলুুপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন ইউসুফ, নিহত লাল মিয়ার ছেলে মুর্শিদ মিয়া, ছেলে বউ রিনা বেগম প্রমুখ।