মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ১২:২৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র উদ্যোগে গতকাল শনিবার থেকে বৃহত্তর বগুড়া ও দিনাজপুর ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্প, বিএডিসি, বগুড়া এর আওতায় ‘খামারে পানি ব্যবস্থাপনা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষন ও সেচ দক্ষতা বৃদ্ধি শীর্ষক সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩দিন ব্যাপী এক কৃষক প্রশিক্ষণ স্থানীয় উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট মিলনায়তনে শুরু হয়েছে। এ প্রশিক্ষনের উদ্বোধন করেন বিএডিসি বগুড়া সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এসএম শহীদুল আলম।
বিএডিসি গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী চিত্তরঞ্জন রায় এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএডিসি’র সহকারী প্রকৌশলী মোঃ সাইদুর রহমান, উত্তরবঙ্গ ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউট এর অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান, গাইবান্ধা বিটিভি প্রতিনিধি মোঃ আবেদুর রহমান স্বপন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ছামিউল পারভেজ প্রমুখ।