সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:১৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ চাল-ডাল-তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-গ্যাস-বিদ্যুৎ-পানির দাম কমানো, আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা ও টেস্টসহ ৫ দফা দাবিতে গতকাল সোমবার শহরের বিভিন্ন মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এই পথসভার অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভাগুলোতে বক্তব্য রাখেন জেলা কমিটির সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা আরো বলেন, সিন্ডিকেটের কারসাজি বন্ধে সরকারের ব্যর্থতায় সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম লাগামহীনভাবে বাড়ছে। মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জোরদার গণআন্দোলন না থাকায় সরকারের ইচ্ছাকৃত নির্বিকারত্বের সুযোগে সিন্ডিকেট ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে। এ অবস্থায় মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ, সিন্ডিকেট ব্যবসায়ীদের গ্রেপ্তার ও সর্বজনীন রেশনব্যবস্থা চালুর দাবিতে জনগণকেই আজ রাজপথে নামতে হবে।