শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জনজীবনের সংকট নিরসনের দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের ১নং ট্রাফিক মোড় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দলীয় কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, গোলাম সাদেক লেবু, আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী, মাহবুবর রহমান খোকা প্রমুখ।