সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় ফোরলেনের অনিয়ম-দুর্নীতি বন্ধ, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ, গাইবান্ধায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বন্ধ, অবিলম্বে গাইবান্ধায় গ্যাস সংযোগ নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জেলা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল শেষে সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন অফিসের সামনে জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদের সভাপতিত্বে ঘেরাও কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার অন্যতম সদস্য প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবু, প্রভাষক কমরেড কাজী আবু রাহেন শফিউল্যা খোকন, রাহেলা সিদ্দিকা প্রমূখ।