শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেনীর এক ছাত্রীর বাল্য বিয়ের আযোজন করার অভিযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রোস্তম আলীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
গতকাল বুধবার পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে গাইবান্ধা-সাঘাটা সড়কের পাশে এ বিক্ষোভ মিছিলে শত শত মানুষ অংশ নেয় ।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য কাজী আজিজার রহমান, লুৎফর রহমান, মনিরুজ্জামান মনু, আব্দুর রউফ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী মন্ডল ওই বিদ্যালয়ের ধর্ম শিক্ষক ও বোয়ালী ইউনিয়নের দায়িত্বরত কাজী জহুরুল ইসলামকে চাপ প্রয়োগ করে প্রধান শিক্ষক তার নিজের ভাগ্নের সাথে তারই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সানজিদা আক্তার সোমার বিয়ে দেন। গোপনে বাল্য বিয়ে দেওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে প্রধান শিক্ষক এবং কাজী গা ঢাকা দেন।