সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন

বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ ইসলামিক ফাউন্ডেশনের অধিনে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন এবং গাইবান্ধা মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও জেলা কমিটি গঠন কল্পে এক শিক্ষক সমাবেশ স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনাতনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী নুর মোহাম্মদ মন্ডল ইদু, মাও: মো: জোবাদুর রহমান, এইচ,এম দিশাদ খান, আলহাজ¦ হাফেজ মাও: মো: আমানুর রহমান, মো: মোশারফ হোসেন, মো: আব্দুল হাই খন্দকার প্রমুখ।
হুইপ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জেলা ও উপজেলা পর্যায়ে মডেল মসজিদ নির্মান সহ ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে কল্যাণ মূলক কাজে অংশ নিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে মুলস্রােত ধারায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের স্থান বাংলাদেশে নেই। আপনাদেরকে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
পরে মো: আশরাফুল ইসলাম প্রধানকে সভাপতি ও মো: মোশারফ হোসেনকে সাধারণ সম্পাদক এবং মো: আব্দুল হাই খন্দকার কে কোষাধ্যক্ষ ৫১ সদস্য বিশিষ্ট মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ ইসলামিক ফাউন্ডেশন এর গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com