সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু/টানেল বাস্তবায়ন আন্দোলন কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক সম্মেলন গতকাল সোমবার গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান। সম্মেলনে সভাপতিত্ব করেন বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়কসহ রেলসেতু/টানেল বাস্তবায়ন আন্দোলন কমিটির সভাপতি বেলাল হোসেন ইউসুফ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুছ চৌধুরী।
সম্মেলনে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য, জাতীয় সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাংবাদিক দীপক কুমার পাল, জাতীয় পার্টি জেলা যুগ্ম আহবায়ক শাজাহান খান আবু, সংগঠনের সহ-সভাপতি আব্দুস সামাদ সরকার, মোফাজ্জল হোসেন, খায়রুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেদ সরকার প্রমুখ।