শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৬ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের নুরুল ইসলামের সভাপতিত্বে নিখিল বাবুর বাড়ির নির্বাচনী উঠান বৈঠকে গাইবান্ধা-৫ সাঘাটা-ফুলছড়ি আসনের সংসদ সদস্য প্রধান অতিথি মাহমুদ হাসান রিপন এমপি জনগণের উদ্দেশ্যে বলেন আপনাদের ভোটে আমি আবারো নির্বাচিত হলে রাজধানীর সাথে উত্তরাঞ্চলের সহজ ও স্বল্প সময়ে যোগাযোগের একমাত্র মাধ্যম হিসেবে গাইবান্ধার বালাশীঘাট হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ট্যানেল নির্মাণের কাজ করবো ইনশাল্লাহ। এছাড়াও তিনি আরো বলেন, ইতিমধ্যে সাঘাটা-ফুলছড়ির উল্লেখযোগ্য রাস্তাগুলি প্রশস্তকরণ, বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কাজ সহ বিভিন্ন মসজিদ-মন্দিরের জন্য অর্থ বরাদ্দ এনেছি। অচিরেই এসব উন্নয়নমূলক কাজ শুরু হবে। আমি স্বচ্ছতা ও সততা নিয়ে আপনাদের সেবা করতে চাই। তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নৌকা মার্কায় ভোটের আহবান জানান।