সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় গাইবান্ধা জেলা ক্রীড়া অফিস আয়োজিত সাঁতার প্রশিক্ষণ গতকাল সোমবার উদ্বোধন করা হয়েছে। স্থানীয় মৎস্য বীজ উৎপাদন খামারে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউ-েশনের উপ-পরিচালক মোঃ মিরাজুল ইসলাম, মৎস্য বীজ উৎপাদন খামার ব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিজিয়া আক্তার বিউটি, প্রশিক্ষক মোঃ সাইফুল ইসলাম, তাসলিমা খাতুন প্রমূখ। এতে বিভিন্ন বিদ্যালয়ের অনুর্ধ-১৬ বয়সী ৪০ জন বালক-বালিকা অংশ নিচ্ছে।