মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সরকারি শিশু পরিবারের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল নিজস্ব মাঠে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রমানিক, সহকারি পরিচালক মোঃ কামরুজ্জামান সরকার, সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ নাছির হোসেন, সরকারি শিশু পরিবার বালিকার উপতত্ত্বাবধায়ক মোঃ শাহাবুল আলম, সাংবাদিক আবেদুর রহমান স্বপন প্রমুখ।
পরে জেলা প্রশাসক কবুতর উড়িয়ে প্রতিযোগীতার উদ্বোধন করেন। প্রতিযোগীতায় ১৩টি ইভেন্টে ৪২ জন প্রতিযোগী অংশ নেয়।