বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টাঃ কুমিল্লা, রংপুর, নোয়াখালীসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, বাড়ীঘর, ব্যবসা প্রতিষ্ঠানে অব্যাহত হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস উপলক্ষে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট।
গতকাল ১নং রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১নং ট্রাফিক মোড়ে শেষ হয়। বাম জোটের জেলা সমন্বয়ক ও জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মন, জেলা বাসদ সমন্বয়ক গোলাম রব্বানী, কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ।