সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার হাট-বাজারে নতুন পিয়াজ আসতে শুরু করলেও পিয়াজের মূল্য এখনও কমছে না। এদিকে অতি প্রয়োজনীয় এই সবজি পিয়াজের লাগাতার পিয়াজের মত মূল্য বৃদ্ধি অব্যাহত থাকায় ক্রেতারা চরম বিপাকে পড়েছে।
গতকাল রোববার গাইবান্ধা পুরাতন বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, পাতাসহ নতুন পিয়াজের আমদানি শুরু হয়েছে। এখন তা প্রতিকেজি ১শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। এদিকে দেশী পুরাতন পিয়াজ এখনও খুচরা ১শ’ ৩০ টাকা এবং আড়তে ১শ’ ২০ টাকা মূল্যে বিক্রি হচ্ছে।
পিয়াজ ব্যবসায়িদের সাথে কথা বলে জানা গেছে, ভারতসহ বিদেশ থেকে সরকার বিপুল পরিমাণ পিয়াজ আমদানি করার সত্ত্বেও আড়তে পিয়াজের মূল্য কমছে না। ফলে বেশী দামে পিয়াজ কিনে আনতে হচ্ছে বলেই তারা মূল্য কমাতে পারছে না। পিয়াজ ব্যবসায়িরা আরও জানান, আসলে সিন্ডিকেটের মজুদদারির কারণে পিয়াজের এই মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে।