সোমবার, ০৫ জুন ২০২৩, ০৫:২৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গোবিন্দগঞ্জ উপজেলার বাঙ্গালী নদীর অব্যাহত ভাঙ্গনের হাত থেকে রক্ষার দাবিতে গতকাল সোমবার দুপুরে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের সহস্রাধিক মানুষ নদীতীরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী এমপি, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রধান, ফরমান আলী, তোফাজ্জল হোসেন, শিক্ষক আব্দুল জলিল, মোজাফফর রহমান, রায়হানুল ইসলাম প্রমূখ। বক্তারা অবিলম্বে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সর্বাত্মক গুরুত্ব দেয়ার অঙ্গীকার করেন।