শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় গতকাল রোববার সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট পর্যন্ত সড়ক উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় উপস্থিত ছিলেন এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ সাবিউল ইসলাম, সদর উপজেলা প্রকৌশলী আব্দুল কালাম আজাদ, বাদিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েতুল হক পাভেল, আতাউর রহমান, ইঞ্জিনিয়ারঃ নুরুল আমিন পাপুল প্রমুখ।
হুইপ বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তা ধরে রেখে এর সুফল প্রত্যেক ঘরে ঘরে পৌছে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে বিশে^র বুকে মাথা উচু করে এগিয়ে যাবে। আলোর পথে এই যাত্রা অব্যাহত থাকবে। বাংলাদেশের মানুষ সুখী সমৃদ্ধ এবং উন্নত জীবন লাভ করবে।
উল্লেখ্যঃ এলজিইডি’র অধিনে ১ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে রংপুর বিভাগ গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ এর আওতায় সাঘাটা সড়ক ভায়া সরকারতাড়ী বেইলী ব্রীজ হতে সদর উপজেলার নুরুলগঞ্জ হাট রাস্তা উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা হবে।