শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:৩২ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বী মিয়া এম.পি বলেছেন আলাই নদীর পাড় দিয়ে বাঁধ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন হলে বোনারপাড়া ও পদুমশহর ইউনিয়নের কৃষকের ফসল বন্যায় তলিয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবে। এলাকার সবাইকে এ কাজের সার্বিক সহযোগীতা করার আহ্বান জানান।
সাঘাটা উপজেলার রাঘবপুর ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গত রবিবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) জাইকা এর আওতায় উপজেলার রাঘবপুর-ডিমলা উপ-প্রকল্পের ত্রিপক্ষীয় বাস্তবায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ উপলক্ষে সাঘাটা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম।
বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা দুদু, প্রচার সম্পাদক শাহ মোখলেছুর রহমান, এনামুল হক বাবলু, তৌহিদুজ্জামান স্বপন, শাহ মোঃ সুজাউল, হারুন-অর-রশিদ প্রমুখ।