বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৫:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার বালাসি থেকে জামালপুরের বাহাদুরাবাদ পর্যন্ত ব্রহ্মপুত্রে সড়কসহ বহুমুখী সেতু অথবা টানেল বাস্তবায়নের দাবিতে গতকাল শনিবার বালাসীঘাট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফুলছড়ির বালাসি থেকে বাহাদুরাবাদ পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে রাষ্ট্রীয় ১৪৫ কোটি টাকা অপচয় ও লুটপাটের সাথে জড়িতদের বিচার এবং ব্রহ্মপুত্রে সেতু বা টানেল বাস্তবায়নের দাবিতে ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গাইবান্ধার আয়োজনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ব্রহ্মপুত্র সড়ক ও রেলসেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডঃ আশরাফ আলী, সাধারন সম্পাদক ওমর হায়াৎ স্বপন, শহিদুল্লাহিল ফারুক, মাছুদুর রহমান মাসুদ, আনারুল ইসলাম লেবু, নেয়ামুল আহসান পামেল, নুর মোহাম্মাদ বাবু, আতাউর রহমান, রোমান, মাহামুদুন্নবী জাহাঙ্গীর, আতোয়ার রহমান, আব্দুল মোতালেব, আবু বকরসিদ্দিক প্রমুখ।