শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:২১ অপরাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ বহুদিন জলাবদ্ধতার পর পলাশবাড়ী কালিবাড়ী হাটটি জলাবদ্ধতার অবসান করলেন পলাশবাড়ী পৌর প্রশাসক আবু বকর প্রধান। জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত কালিবাড়ী হাটের ড্রেন গুলি সংস্কার না করায় ভারী বর্ষণ হলেই হাটের বিভিন্ন অংশে পানি জমে থাকত। তাতে করে ক্রেতা ও বিক্রেতারদের চরম দূর্ভোগ পোহাতে হতো। পলাশবাড়ী কালিবাড়ী হাটই উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী চামড়ার হাট হিসাবে পরিচিত। দীর্ঘদিন থেকেই ভারী বর্ষণ হলেই চামড়া ব্যবসায়ীদেরকেও চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমান পৌর প্রশাসকের উদ্যোগে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন গুলো সংস্কার করায় জলাবদ্ধতা থেকে নিরসন হলো পলাশবাড়ী কালিবাড়ী হাটটি। ভারী বর্ষণ হলেও ক্রেতা বিক্রেতাদের পচা ও নোংরা পানি খচতে হয়না। তাতে ব্যবসায়ী ও ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে ।