বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৪:৪৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের টেংগরজানি গ্রামে গতকাল সোমবার সকালে বিদ্যুৎ স্পৃষ্টে তোফাজ্জল হোসেন (৫০) হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মকবুল হোসেনের ছেলে। পারিবারিক সুত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন সকালে তার ঘরের বিদ্যুৎ লাইন মেরামত করতে গেলে ওই দুর্ঘটনার শিকার হন। বল্লমঝাড় ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ঝন্টু বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।