সোমবার, ২৯ মে ২০২৩, ০২:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ওসমান গণি (২৬)।
জানা গেছে, গতকাল শুক্রবার সকালে গাইবান্ধা সদর উপজেলা বল্লমঝাড় ইউনিয়নের উত্তর ধানঘড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়। নিহত ওসমান গণি বিক্রমপুর জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে ওসমান গণি গাইবান্ধা সদর উপজেলার খোলাবাড়ী গ্রামের মৃত আব্দুস সামাদের মেয়ে রিনার সঙ্গে বিয়ে করে। বিয়ের পর ওসমান গণি শ্বশুর বাড়িতেই থাকত। গত কয়েকদিন আগে ওসমান গণির সঙ্গে শ্বশুর বাড়ির লোকদের ঝগড়া হয়েছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মোঃ শাহরিয়ার জানান, গতকাল সকালে পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায়।
তিনি আরও জানান, এ ব্যাপারে ওসমান গণির পরিবার থানায় অভিযোগ করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। হত্যা না আত্মহত্যার তা ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া জানা যাবে।
তবে, পরিবারের লোকজন বলছে গত মঙ্গলবার বাড়ি থেকে বাজার করার উদ্দেশে বের হয়ে আর ফিরে আসেনি ওসমান গণি।