শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন -প্রকল্প পরিচালক

বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন -প্রকল্প পরিচালক

Digital Camera

সাঘাটা প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি নির্ভরশীল দেশ। তাই বর্তমান সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে বিভিন্ন ফসল উৎপাদনের জন্য উপজেলা পর্যায়ে এ কৃষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। আপনারা প্রশিক্ষণের বিষয়গুলো গুরুত্ব সহকারে ধারণ করে ক্ষেতে খামারে কাজ করবেন।
সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গতকাল শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি’র বক্তব্যে প্রকল্প পরিচালক কৃষিবীদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী এসব কথা বলেন।
উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন অতিরিক্ত পরিচালক কৃষিবীদ মোঃ কামরুজ্জামান, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, মনিটরিং অফিসার কৃষিবীদ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাদেকুজ্জামান, কৃষিবীদ ওয়ালিউর রহমান প্রমুখ। এর আগে প্রকল্প পরিচালক কৃষিবীদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী নব নির্মিত উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শণ করেন। এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবিল আয়াম, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহিদুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী মোকছেদুল ইসলাম, সংশ্লিষ্ট কাজের ঠিকাদার আব্দুর রউফ মিয়া প্রমুখ।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com