সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বরেণ্য রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত জননেতা মোহাম্মদ খালেদ-এঁর ১৫তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গত শনিবার আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্মিলিত ক্রীড়া পরিবারের আহবায়ক গোলাম মারুফ মনা এর সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য অমিতাভ দাশ হিমুনের সঞ্চালনায় মতবিনিময় ও আলোচনা পর্বে অংশ নেন সাবেক এমপি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রশিদ সরকার, সহ-সভাপতি আনোয়ারুল কাদির ফুলমিয়া, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, ক্রীড়াব্যাক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মাহামুদুন হক সাহাজাদা, সাবেক ক্রিকেটার ওয়াজিউর রহমান রাফেল, অধ্যাপক মমতাজুর রহমান বাবু, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রিটন, কোষাধ্যক্ষ ওয়াহিদ মুরাদ লিমন, নির্বাহী সদস্য মজিবর রহমান, মাসুদুল হক মাসুদ, সিরাজুল ইসলাম প্রমুখ।