সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৩১ পূর্বাহ্ন
পলাশবাড়ী প্রতিনিধিঃ পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। উপজেলার বরিশাল ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্ত্বরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বরিশাল ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মোঃ আমিনুর রহমান।
বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য মাজিজুস সোবাহান মাজু, আশিকুর রহমান রাছেল, রবিউল আলম, আশরাফুল ইসলাম, মশিউর রহমান, আব্দুর রহিম বাদশা, নজরুল ইসলাম, জোহা মিয়া, আব্দুল হামিদ সরকার, জেসমিন আকতার, জান্নাতুল বেগম স্বপ্না ও রেখা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
চলতি অর্থবছরের জন্য এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৪৫ হাজার টাকা। ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৩ লক্ষ ৯১ হাজার টাকা।