সোমবার, ২৯ মে ২০২৩, ০১:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সামাজিক বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নের আওতায় গাইবান্ধা সদর উপজেলার ১শ ৭৭ জন উপকারভোগীর মাঝে ২৭ লাখ ৮০ হাজার ৩শ ৯৩ টাকার চেক বিতরণ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন উপকারভোগীরদের মাঝে চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী, গাইবান্ধা সামাজিক বনায়ন জোনের সহকারি বন সংরক্ষক কাশ্যপী বিকাশ চন্দ্র, গাইবান্ধা সদরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর সবুর, বিটিভি গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ আবেদুর রহমান স্বপন সহ স্থানীয় জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।