বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা বনবিভাগের উদ্যোগে সামাজিক বনায়ন ও নার্সারী কেন্দ্রের নিজস্ব হলে গতকাল সোমবার সামাজিক বনায়নের উপকার ভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে চেক বিতরণ করেন জেলা পরিষদের নির্বাহী প্রধান মোঃ আব্দুর রউফ তালুকদার। এসময় গাইবান্ধা বন বিভাগের কর্মকর্তা এ.এইচ.এম শরিফুল ইসলাম মন্ডল, গাইবান্ধা প্রেসক্লাবের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বন বিভাগের সহকারি প্রকৌশলী সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলর কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় ৭৮ জন উপকারভোগীর মাঝে ৯৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।