বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩৫ পূর্বাহ্ন

বন্যায় ক্ষতিগ্রস্তদের ধানের চারা বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের ধানের চারা বিতরণ

স্টাফ রিপোর্টারঃ বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধা সদর উপজেলার ২০ জন কৃষককে এক বিঘা জমিতে লাগানোর জন্য রোপা আমন ধানের চারা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে গাইবান্ধা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই) চত্ত্বরে এসব ধানের চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে এসব ধানের চারা বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ডঃ মোঃ আবদুল মুঈদ। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাহফুজ হোসেন মিরধা, রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী, গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা রাহেলা পারভীন, রংপুর এটিআইয়ের অধ্যক্ষ বিধু ভূষণ রায়, গাইবান্ধা এটিআইয়ের অধ্যক্ষ এস এম গোলাম আজম সরকার ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com