বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে গত বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) গাইবান্ধা শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাপনী দিনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব টুর্ণামেন্টে পলাশবাড়ি উপজেলা বালিকা দল গাইবান্ধা সদর উপজেলা বালিকা দলকে ৩-০ গোলে পরাজিত করে-পলাশবাড়ি উপজেলা বালিকা দলকে জয় ভাল করে। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুর্ণামেন্টে গাইবান্ধা সদর উপজেলা বালক দলকে ২ – ১ গোলে – সুন্দরগঞ্জ উপজেলা বালক দলকে পরাজিত করে গাইবান্ধা সদর উপজেলা বালক দল জয় লাভ করে। এই টুনার্মেন্টে ৮টি বালক দল ও ৮ টি বালিকা দল অংশ নেয়।