মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ এর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও ঈদ পুনর্মিলনী-২০২১ উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠান গত ১২ জুন ঢাকায় বাসিকপ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মানিকগঞ্জ পৌরসভার মেয়র মোঃ রমজান আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক মোঃ কফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ডিআইজি, মুক্তিযোদ্ধা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্না, বাংলাদেশ তাঁতীলীদের দপ্তর সম্পাদক অনুকূল চন্দ্র মন্ডল। অনুষ্ঠান শেষে নির্বাচনে সর্বসম্মতিক্রমে পুনরায় মোঃ রমজান আলী সভাপতি, এটিএম মমতাজুল করিমকে কার্যনির্বাহী সভাপতি, বীরমুক্তিযোদ্ধা হবিবুর রহমান সরকার, মোঃ নুরূজ্জামান আসাদ, মোঃ আব্দুল হাদি, বশীর আহমেদ মজুমদার স্বপন, মোঃ শামীম হোসেন, হাজী আমজাদ হোসেনকে সহ-সভাপতি, লায়ন মাসুদ হাসান লিটনকে সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন, শেখ মঈনুল হোসেন, পেয়ারা বিশ্বাস, মোঃ নাসির উদ্দিনকে যুগ্ম সম্পাদক, এ্যাডভোকেট মোশারফ হোসেন মনির সাংগঠনিক সম্পাদক, এ্যাডভোকেট আব্দুল হক চাষী আইন বিষয়ক সম্পাদক, মোঃ দেলোয়ার হোসেন প্রচার সম্পাদক, মন্তেজার রহমান কোষাধ্যক্ষ, সালে আহমেদ দপ্তর সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঈদ-উল-আযহার পর এক বিশেষ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়।