শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া গ্রাম হতে অবৈধ মাদকদ্রব্য ৯৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ রফিকুল (২৪), পিতা- মোঃ সামাদ আলী, সাং-মরাধার, থানা-হরিপুর, জেলা- ঠাকুরগাঁও, ও মোঃ খোরশেদ আলম মুন্না (৩৪), পিতা-মৃতঃ আবু সুফিয়ান, সাং-দক্ষিন সন্ধারু, থানা- রানী শংকৈল, জেলা- ঠাকুরগাঁও দ্বয়’কে গ্রেফতার করেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদ্বয়’কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।