সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গত ৭ অক্টোবর র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা শহরের সার্কিট হাউজ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী ১ মোঃ রঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ মুনছুর আলী ও মোঃ তাজুল ইসলাম (৪৫), পিতা- মোঃ ফরিজুল হক, উভয় সাং-দক্ষিন ধানঘড়া, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধাদ্বয়’কে গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স¦ীকার করেছে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।