রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:২২ পূর্বাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধিঃ দিনাজপুর ঘোড়াঘাটে ভারতীয় নিষিদ্ধ ৫১৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বুধবার বিকেলে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় নওরিন ফিলিং ষ্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় ফেনসিডিল পরিবহনের অভিযোগে একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। আটককৃতরা হলো- দিনাজপুরের বিরামপুর উপজেলার খোশালপুর গ্রামের শামছ উদ্দীনের ছেলে কাভার্ডভ্যান চালক সুলতান (৩৮) ও একই গ্রামের ইব্রাহীমের ছেলে হেলপার ইমরান (২৫)।
জানা গেছে, গাইবান্ধা র্যাব-১৩ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-দিনাজপুর আঞ্চলিক সড়কের রানীগঞ্জ বাজার এলাকায় নওরিন ফিলিং ষ্টেশনের সামনে কাভার্ডভ্যানে তল্লাশি চালায়। এসময় কাভার্ডভ্যান থেকে ৫১৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গাইবান্ধা র্যাব-১৩ এর এএসপি মুন্না বিশ্বাস ঘটনা নিশ্চিত করে বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেয়। মাদক পরিবহনের অভিযোগে কাভার্ডভ্যানটি জব্দসহ ঘোড়াঘাট থানায় তাদের নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।