সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যাকা-ের প্রতিবাদ ও চারদিনেও কোন আসামি গ্রেফতার না হওয়ায় ক্ষুব্ধ হয়েছে ফুলছড়ি উপজেলাবাসি। প্রধান অভিযুক্ত কাঞ্চনসহ তার সহযোগীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বৃহস্পতিবার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে গাইবান্ধা-বালাসীঘাট সড়কের একাডেমিতে এক মানববন্ধন কর্মসূচী পালন করে।
কঞ্চিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি সরদার মোঃ শাহীদ হাসান লোটন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান রোকন, সহ-সভাপতি শফিকুল ইসলাম সাজু, ফুলছড়ি উজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক আজগর আলী মাস্টার, শহিদুল ইসলাম, রকিবুল দৌলা রাজু, রাকিব সরকার, আব্দুর রহমান লিটন, মেহেদী হাসান বাবু প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকান্ডের ৪ দিন পেরিয়ে গেলেও হত্যাকারী অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনসহ তার সহযোগীরা এখনও ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। তারা অবিলম্বে প্রধান আসামি কাঞ্চন এবং তার সহযোগী ইমরান ও নাহিদসহ অন্যান্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।