সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৬:০৬ পূর্বাহ্ন
ভরতখালী (সাঘাটা) প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলায় র্পূব হড়িচন্ডি গ্রামে আব্দুল গনির ছেলে মোঃ নুরুল ইসলাম (৪৬) তার নিজ বাড়ির আগিনায় র্দীঘদিন যাবত গাজাঁর চাষ করেন। ফুলছড়ি ফাড়ি থানা পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে জানতে পেয়ে এস আই সাইদুর রহমান এস আই আব্দুর সাইদ ও এ এস আই মানিক এ এস আই আতিকসহ ফুলছড়ি ফাড়ি থানার র্ফোস গিয়ে উক্ত নুরুল ইসলামের আগিনা থেকে দশটি ৭ ফুট লম্বা গাজাঁর গাছ জব্দ করেন। একজনকে গ্রেফতার করেন। পরে তাকে আদালতে প্রেরন করেন ।