সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:০৬ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। গতকাল ফুলছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সঙ্গ প্রকল্পের সহযোগিতায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, ফুলছড়ি উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুজ্জামান শামীম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা ইউনুছ আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, কাজল মিয়া, সোহেল রানা শালু, গোলাম মোস্তফা কামাল পাশা, আল আমিন আহমেদ, খোরশেদ আলী খান প্রমুখ।