সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:১০ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ দেশের এক কোটি মানুষকে করোনার প্রথম ডোজ ভ্যাকসিনেশনের আওতায় আনার অংশহিসেবে ফুলছড়ি উপজেলার ৭টি ইউনিয়নে ২২টি টিকাদান কেন্দ্রে গণটিকা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উপজেলার কঞ্চিপাড়া, উড়িয়া, উদাখালী, গজারিয়া, ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের প্রত্যেকটিতে ৩টি করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি টিকাদান কেন্দ্রে যেসকল মানুষ প্রথম ডোজের টিকা নেননি তাদের ফাইজারের টিকা প্রদান করা হয়। উপজেলার মোট জনসংখ্যার শতকরা ৭০ ভাগ লোককে টিকার আওতায় আনার জন্য এ গণটিকার আয়োজন করা হয় বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কার্যত ২৬ ফেব্রুয়ারিই শেষবারের মতো প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রফিকুজ্জামান বলেন, ফুলছড়ি উপজেলার ১ লাখ ৯৫ হাজার ৩৩৭ জন লোকের মধ্যে ১ লাখ ৩৬ হাজার ৭৩৫ জনকে টিকাদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে সিংহভাগ মানুষকে টিকাদান শেষ হয়েছে। গতকাল শনিবার ৯ হাজার ১৪৬ জনের টিকাদান কার্যক্রম শেষ হলে কাঙ্খিত লক্ষ্য অর্জিত হবে। টিকাদান কেন্দ্রগুলো ঘুরে মানুষের উপস্থিতি সন্তোষজনক পরিলক্ষিত হয়েছে। তিনি বলেন, এই ক্যাম্পেইনে ভ্যাকসিন নিতে কোনো ধরনের নিবন্ধন করতে হয়নি। এমনকি যারা নিবন্ধন করেও ভ্যাকসিন পাননি, তারাও ক্যাম্পেইনে ভ্যাকসিন নিয়েছেন। নিবন্ধন ছাড়া গণটিকা ক্যাম্পেইনে টিকা গ্রহণকারীদের কেন্দ্র থেকে একটি সরকারি টিকা কার্ড প্রদান করা হয়।