শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:১২ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে উপজেলা সমন্বিত পুষ্টি কর্মপরিকল্পনা প্রনয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ইকো কো-অপারেশন ও আরডিআরএস বাংলাদেশের বাস্তবায়নে সঙ্গ প্রকল্পের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি.এম. সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম কামরুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আহমেদ, ফারজানা রহমান সুমী, মনিরুজ্জামান মুকুল, আশরাফুল আলম, সৈয়দ মাহবুবার রহমান হীরক, আরফিনা আকতার প্রমুখ।