রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের জহরলাল রবিদাস ও বাহাদুর রবিদাসের ভূমি দখলের অপচেষ্টা, উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি প্রদানের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল শনিবার দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের সামনে একটি মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-ফুলছড়ি উপজেলা শাখার সভাপতি অশ্বিনী কুমার বর্মনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শামসুল আলম মহুরী, শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, নিরব রবিদাস, সুনীল রবিদাস, খিলন রবিদাস, লক্ষণ রবিদাস প্রমুখ।