সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৭ অপরাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ (রিকল-২০২১) প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে গণ শুনানী অনুষ্ঠিত হয়। এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে গতকাল ৮ মার্চ ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান দোলন এর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে এই গণ শুনানী অনুষ্ঠিত হয়। স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে নাগরিক কর্তৃক সামাজিক জবাবদিহিতা বিষয়ক তথ্য সংগ্রহ করে ফুলছড়ি উপজেলার প্রতিবেদন উপস্থাপন করেন শিরিনা বেগম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ। বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আঞ্জুমনোয়ারা বেগম মেরী, উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওছার মিশু, তাজুল ইসলাম আলবেরুনী, উপজেলা সমাজসেবা অফিসার আবু সুফিয়ান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, শহিদুল ইসলাম, বাহারাম খান প্রমুখ।