শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১১ পূর্বাহ্ন
ফুলছড়ি প্রতিনিধিঃ ফুলছড়িতে ছাগল ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষ্যে বিনামূল্যে পিপিআর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের সহযোগিতায় গলাকাটি উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, ইউপি সদস্য মকবুল হোসেন, মতিয়ার রহমান প্রমুখ।