শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৫৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে থেকে অবৈধভাবে বিক্রির সময় ভিজিডির ১ হাজার ১০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ করা হয়নি।
অবৈধভাবে সুবিধাভোগীর কাছ থেকে ক্রয় করে নিয়ে যাওয়ার সময় গতকাল গত বৃহস্পতিবার বিকালে উপজেলার উড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চত্বর থেকে ব্যাপারীর কাছ থেকে এই চাল আটক করে স্থানীয় লোকজন। এরমধ্যে ইউনিয়ন পরিষদের সামনে এক ডেকোরেশন ব্যবসায়ীর ঘর থেকে ১৬ বস্তা এবং বাঁধের উপর থেকে ৯ বস্তা চালসহ মোট ২৫ বস্তা চাল জব্দ করা হয়।
জব্দ করা চালের বস্তাগুলো চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলন। তিনি জানান, সুবিধাভোগীর কাছ থেকে অবৈধভাবে চাল ক্রয় করে নিয়ে যাওয়ার সময় ব্যাপারীদেরকে চালসহ আটকের চেষ্টাকালে তারা ভ্যানে চালের বস্তা রেখে পালিয়ে যাওয়ায় ব্যাপারী বা ফড়িয়াদের তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি। তবে এই অপরাধের সাথে যুক্ত ব্যক্তিদের শনাক্তকরণের চেষ্টা চলছে বলে তিনি জানান।