শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ফুলছড়ি উপজেলার পূর্ব ছালুয়া এলাকায় গতকাল সোমবার সকালে কালিরবাজার-বাদিয়াখালী সড়কে বেইলি ব্রিজ ভেঙে খাদে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে পানিতে ডুবে চালক জাহাঙ্গীর আলম (৪৫) ঘটনাস্থলেই নিহত ও হেলপার তরিকুল ইসলাম আহত হয়। নিহত জাঙ্গাহীরের বাড়ি রাজবাড়ি জেলার সজলকান্দি গ্রামে এবং আহত তরিকুল ইসলাম নিহত জাহাঙ্গীরের ভাতিজা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সোমবার সকালে চট্টগ্রাম থেকে ৭শ’ বস্তা সিমেন্ট বোঝাই একটি ট্রাক ফুলছড়ির কালিরবাজারের দিকে যাচ্ছিল। ট্রাকটি পূর্বছালুয়ায় (জোড় পলতা) বেইলি ব্রিজটির উপর উঠলে হঠাৎ করেই ব্রিজটির পশ্চিম অংশ ভেঙে পড়ে এবং ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহত ট্রাক হেলপারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কিন্তু ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যায়। পরে নিহত চালকের লাশ ও আহত হেলপার তরিকুল ইসলামকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরবর্তীতে ট্রাকটি উদ্ধার করা হয়।